ভারতে দুই দিনে করোনাভাইরাসে আক্রান্ত দেড় লাখের বেশি

অনলাইন ডেস্ক : ভারতজুড়ে বেড়েই চলছে করোনা সংক্রমণ। আক্রান্ত ৪৩ লাখ ৭০ হাজার ১২৯ জন। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের।

রাজ্যে মোট আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৯৫৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৬৭৭ জনের। অন্যদিকে সুস্থতার সংখ্যায় এদিন রেকর্ড তৈরি হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ লাখ ৭০ হাজার ১২৮। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। ১৩,৬৯৭ বেড়ে সক্রিয় রোগী বর্তমানে রয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান মিলেছে দিল্লিতে। আক্রান্ত হয়েছেন ৩৬০৯ জন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দিল্লিতে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আগামী কয়েক মাস এই পরিস্থিতি বজায় থাকবে এবং তারপর গিয়ে সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *