কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণ আইসক্রিম কারখানায় অভিযান : একজনের কারাদণ্ড

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ইমন নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে কারখানা সীলগালা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলায় প্রাণ আইসক্রিম কারখানায় এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত ইমন উপজেলার সদকী খয়েরচারা এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহায়মিনুল আল জিহান।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরি করছে এমন অভিযোগে উপজেলায় প্রাণ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায় ভেজা এবং স্যাঁতসেঁতে নোংরা রুমের মধ্যে ঘনচিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রঙ, অ্যারারুট, সুইটিক্স ও ফ্লেভার, বাসি পঁচা পাউরুটি দিয়ে তৈরী করে সেগুলো বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪১ ধারায় ইমন নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভেজাল সামগ্রী এবং পচা আইসক্রিম ধ্বংস করা হয়। এবং আইসক্রিমের কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর আরাফাত রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *