চুয়াডাঙ্গা প্রতিনিধি :
ভারতে আটকা পড়া বাংলাদেশিরা আজ রবিবার থেকে দেশে ফিরবেন। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন তারা।
শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সভায় স্বাস্থ্য ও পুলিশ বিভাগের কর্মকর্তারা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায় আসা সকলকে ১৪ দিনের কোয়ারাইন্টানে রাখা হবে। নার্সিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্থানীয় আবাসিক হোটেলে কোয়ারেন্টাইন করা হবে। এদের মধ্যে যারা অসুস্থ কিংবা করোনা পজিটিভ হবেন তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে ছাড়া হবে না বলে সভায় জানানো হয়।