কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহর বিএনপির নেতা-কর্মীরা শতাধিক দরিদ্র শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহর বিএনপির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের সুখনগর রেলওয়ের বস্তিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দরিদ্র শীতার্তর হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন তাঁদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি বশিরুল আলম চাঁদ, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু, সাংগঠনিক সম্পাদক মিরাজ পরামানিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী রবিউল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি আলী আফসার পিন্টুসহ শহর বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।