সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল শুক্রবার (০২ অক্টোবর ২০২০ খ্রীঃ) তারিখ ১৩.৩০ ঘটিকা সদর থানাধীন চামড়া পট্রি এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ইনজেকশন ২০পিস বনপ্রফিন, ১১ পিস প্যাথেডিন, ০১ টি মোবাইল ও ০১ টি সিম সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী ১। মো: সবুজ শেক(২৬) পিতা-শফি শেক, সাং-মিরপুর রেলওয়ে কলনী,২।মো: জাহিদুল ইসলাম পিতা- মৃত আব্দুল বারেক শেক ,সাং- ধানবান্ধী উভয়ের থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ০৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।