পুনাক কুষ্টিয়ার আয়েজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

আজ রবিবার (১৬ এপ্রিল) ২০২৩ তারিখ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া পুনাক সম্মেলন কক্ষে ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহন করেন। এ সময় কুষ্টিয়া পুনাকের সভানেত্রী ৭৫ (পচাত্তর) জন সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। পুনাক সভানেত্রী বলেন,আমরা আমাদের সামান্য সামর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও পুনাক, কুষ্টিয়ার এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

 

উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়া, জনাব আফরোজা আক্তার ডিউ, সহ-সভাপতি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন (বিএফইউজে) ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *