অনলাইন ডেস্ক : সংক্রমণ কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৬৩ হাজার ৫০৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭৩০ জনের। বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়।
রিপোর্টে বলা হয়, ভারতজুড়ে মোট এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৩৯ হাজার ৩৯০ জন। এরমধ্যে আক্টিভ কেস হলো ৮ লাখ ২৬ হাজার ৮৭৬ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৩ লাখ ১ হাজার ৯২৮ জন ও মৃত্যু হয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৫৮৬ জনের।