বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৮ লক্ষাধিক

অনলাইন ডেস্ক :

 

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি আট লাখ সাত হাজার একশ ৯০ জন এবং মারা গেছে ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জন।

 

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৯৪৯ জন।

 

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৭ হাজার ৬১৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৬৭ হাজার ৬১০ জন ।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্কে, স্পেন ও জার্মানি।

 

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ১৪১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে তিন লাখ ২৮ হাজার ৩৬৬ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *