অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার একদিনে ১ লাখের বেশি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। বিবিসি এ তথ্য জানিয়েছে। বুধবার করোনার কারণে দেশটিতে মৃত্যু হয়েছে ১১০০ এর বেশি মানুষের।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঢামাঢোলে করোনার সঙ্কটের বিষয়টি আপাতত চাপা পড়ে গেছে। এখনো যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ ও ট্রাম্প প্রশাসনের করোনা সংক্রমণ প্রতিরোধ ট্রাস্কফোর্সের অন্যতম প্রধান ব্যক্তি অ্যান্থনি ফাউসি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জন্য বড় সঙ্কট অপেক্ষা করছে। দিনে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ লাখের ঘর ছাড়াতে পারে। তার কথাই এবার সত্যিতে রূপ নিয়েছে।