কুষ্টিয়ায় নতুন করে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৪,২০৫ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ৩৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,২০৫ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ০৫ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৬৭ টি, চুয়াডাঙ্গা জেলার ১৮টি, ঝিনাইদহ জেলার ৪৫টি, মেহরপুর জেলার ১৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৬টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৭টি, চুয়াডাঙ্গা জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ১৭টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৬টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ৩৭ জন ব্যক্তির মধ্যে ১৯জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার, ১৪ জন ভেড়ামারা উপজেলার, ০১ জন দৌলতপুর উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলার কোভিড ১৯ আক্রান্ত ১৯জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) হালসা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) থানাপাড়া , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) আমলাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮)আড়ুয়াপাড়া , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯)হাউজিং সি ব্লক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০)শিমুলতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১)পিটিআই রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) পোড়াদহ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) ০৩ জন কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৪) SCB রোড, বড় বাজার, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ঝাউতলা, কুমারখালী, কুষ্টিয়া।
 ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ১৪ জন ব্যক্তির ঠিকানাঃ
১)মধ্যবাজার, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) ভেড়ামারা, কুষ্টিয়া।
৩) জগসর, ভেড়ামারা, কুষ্টিয়া।
৪) মধ্যবাজার, ভেড়ামারা, কুষ্টিয়া।
৫)কাচারিপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৬) সঠবাড়িয়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৭) কাচারিপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৮) পূর্ব ভেড়ামারা, কুষ্টিয়া।
৯) জগসর, ভেড়ামারা, কুষ্টিয়া।
১০) নওদাপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
১১) জুনিদাহ, ভেড়ামারা, কুষ্টিয়া।
১২) জগসর, ভেড়ামারা, কুষ্টিয়া।
১৩) গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া।
১৪) বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
০১) ইসলামপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) নওদা আজামপুর, মিরপুর, কুষ্টিয়া।
২) UHC, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,২০৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮৭৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *