কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ২৩ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৭৮৩ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২১ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৬৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৭৯টি, মেহেরপুর জেলার ২৪টি, চুয়াডাঙ্গা জেলার ২১ টি, ঝিনাইদহ জেলার ৩৫টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৮টি) স্যাম্পলের টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ২৩টি, চুয়াডাঙ্গা জেলায় ০৩টি, ঝিনাইদহ জেলার ০৫টি এবং মেহেরপুর জেলার ০৪টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ২৩ জন ব্যক্তির মধ্যে ১৯ জন সদর উপজেলার, ০৩ জন মিরপুর উপজেলার এবং ০১ জন খোকসা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১৯ জন ব্যক্তিদের ঠিকানাঃ
১) ০৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) হরিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) বটতৈল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬)কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮)আমলাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০)কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) খোদাদাদ খান রোড, থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) খোদাদাদ খান রোড, থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) মসজিদ বাড়ি লেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৪) পলান বক্স লেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৫) নিশান মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৩ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) মশান, মিরপুর, কুষ্টিয়া।
২) চারমাইল, মিরপুর, কুষ্টিয়া।
৩) মিরপুর, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) কালিবাড়ি, খোকসা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৭৮৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,৫৫২ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৯ জন।