ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা পাওয়ার ষ্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ ক্রোফোর্ডনগর গ্রামের মো. মিন্টু আলীর ছেলে পারভেজ (১৭) ও জুল্লু আলীর ছেলে রিংকু (১৯)।
ভেড়ামার থানার ওসি মো. শাহাজালাল জানান, মোটরসাইকেল চড়ে দুই যুবক দ্রুত গতিতে লালন শাহ সেতুর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত হয় রিংকু। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।