অনলাইন ডেস্ক :আমেরিকার নতুন নির্বাচিত (বেসরকারিভাবে) প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন ২০ নভেম্বর। ১৯৪২ সালের এই দিনে তিনি পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। আজ তিনি ৭৮ বছর বয়সে পা রাখলেন।
তার এই জন্মদিনের পরের সপ্তাহেই আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব থ্যাংকসগিভিং ডে। জন্মদিনের ঠিক দুই মাসের মাথায় তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাইডেন তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে।
বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর আগে রোনাল্ড রিগ্যান ৭৭ বছর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন।