নিজস্ব প্রতিবেদক : ‘কৃষি বাচাঁও, কৃষক বাচাঁও, দেশ বাচাঁও’ স্লোগানে ধানের নেয্য মূল্য ও প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান ক্রয়সহ পাঁচদফা দাবীতে কুষ্টিয়া শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শহরের থানার মোড়ে জেলার সম্মিলিত কৃষক ও কৃষি স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে ধানের নেয্য মূল, সরকার নির্ধারিত দাম মনপ্রতি ১০৪০টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, কৃষকের উৎপাদিত পন্যে লাভজনক দাম নির্ধারন করতে হবে, আখ চাষিদের বকেয়া মূল্য পরিষদ করতে হবে, তামাক চাষীদের হয়রানী বন্ধ ও সঠিক দাম তামাক ক্রয় করতে হবে এই ৫ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক নেতৃবৃন্দ।
পরে সমন্বয়কারী কারশেদ আলমের নেতৃত্বে একই দাবীতে তারা কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহানের কাছে স্মারকলিপি দেন।