অনলাইন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে কাতারে আয়োজিত আসন্ন ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ ৪৮টি দেশ নয়, খেলবে ৩২টি দেশ। গত বুধবার এমনটাই জানানো হল ফিফার তরফ থেকে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ২০২২ আসন্ন ফুটবল বিশ্বকাপে ৪৮টি দেশকে খেলার সুযোগ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু বেশ কিছু সমস্যা ও জটিলতা থাকায় তা করা সম্ভব হল না। সেই কারণে কাতারে আয়োজিত ২০২২ ফুটবল বিশ্বকাপে ৪৮টি নয় খেলবে ৩২টি দল। কাতারের প্রতিবেশী দেশগুলিকেও ২০২২ বিশ্বকাপে ফিফা কমিটির ইচ্ছা ছিল খেলার সুযোগ দেওয়ার। সেই মত কাজও শুরু হয়। অন্যদিকে, ৫ জুনের মধ্যে এই বিষয়ে ফিফা কমিটির কাছে জমা পড়া আবেদনের সমাধান করা সম্ভব নয়। সেই কারণে নিজেদের অবস্থান থেকে পিছু হটল ফিফা।
পাশাপাশি কাতারে তৈরি হওয়া স্টেডিয়াম, হোটেল ও অন্য সব স্যবস্থা একাধিকবার ক্ষতিয়ে দেখে কমিটি স্থির সিদ্ধান্তে পৌঁছায় যে এই ব্যবস্থার ওপর নির্ভর করে এক লাফে ৩২টি দল থেকে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। তার ভিত্তিতেই এদিন নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দিল ফিফা।