সাকিব : কখনোই মনে হয়নি ফর্মে নেই

খেলার খবর : বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন সাকিব। বিশ্ব আসরে দলকে একাই টেনেছেন তিনি। ক্রিকেট বিশ্ব তার প্রশংসা না করে পারেনি। কিন্তু বিশ্বকাপের পরে লম্বা একটা ছুটি কাটিয়ে ফেরা সাকিবের ব্যাটে সেই ধার দেখা যাচ্ছিল না। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংস। এরপর তিনটি টি-২০ ম্যাচে রান পাননি তিনি। তবে শনিবার এক প্রান্তে দাঁড়িয়ে ৭০ রানের হার না মানা ইনিংস খেলে আফগানিস্তান ধাঁধাঁ মিনিয়েছেন সাকিব।

ম্যাচ শেষে বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব বলেন, ‘শেষ ক’মাসে ফিরে তাকাল দেখা যাবে, আমরা টি-২০ ক্রিকেটে আমাদের সেরা ফর্মে ছিলাম না। আমরা কক্ষপথে ফিরতে পরিশ্রম করেছি। এই উইকেটে বোলাররা ভালো বোলিং করেছেন। কোন একজনকে তাই ব্যাটিংটা করে যেতে হতো। ভাগ্যক্রমে দিনটা আমার ছিল। কখনোই আমার মনে হয়নি আমি ফর্মে নেই। ব্যাটে ভালো বল আসছিল। কেবল উইকেটে কিছু সময় কাটানো দরকার ছিল।’

বোলাররা পুরো টুর্নামেন্টে ভালো খেলছেন বলে উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, ‘ফিল্ডাররাও ভালো করছে। ব্যাটসম্যানরাই কেবল পিছিয়ে আছে। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া এই জয়টা আমাদের ফাইনালে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। ফাইনালে আমাদের আত্মবিশ্বাস দেবে। যদিও ঢাকায় ভিন্ন উইকেটে ভিন্ন খেলা হবে। মিরপুরের কন্ডিশন এখানকার চেয়ে আলাদা। আফগানিস্তানও খুবই ভালো দল। সেজন্যই তারা টি-২০ র‌্যাংকিংয়ে সাতে আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *