সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এরনেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল শুক্রবার(০৪ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) বেলা ১২.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পুরাতন জেলখানা ঘাটের সামনে তিন মাথা মোড় পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও ০২ টি সীম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শুভ শেখ(২৩), পিতা-আলমাছ শেখ, ২। মোঃনয়ন সরকার(২৯),পিতা- মোঃ আঃ খালেক, উভয় সাং-আমলাপাড়া( পুরাতন জেলখানা ঘাটের উত্তর পাশে), থানা ও জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকেউক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।