বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১৭ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৭ লাখ ছাড়াল। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সোমবার বিকাল ৪টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ লাখ ৯৬১ জন।

 

এই সময়ের মধ্যে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৬০৭ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৭৪৮ জন।

সারাবিশ্বে করোনায় মৃত্যুর হার ৩ শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। তবে ফ্রান্সে সেরে ওঠার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ।

 

সারাবিশ্বের মধ্যে বর্তমানে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী যুক্তরাষ্ট্রে। অথচ মোট আক্রান্তের দিক থেকে তালিকার নিচের সারিতে অবস্থান করেও বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী ফ্রান্সে।

 

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে বাংলাদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩১২ জনে। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২ হাজার ১৮৩ জন।

 

সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *