অনলাইন ডেস্ক : মুক্তি পেল ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় চিত্রনায়ক দেবের প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার। শামীম আহমেদ রনির নির্মাণে ছবিটি প্রযোজন করছে শাপলা মিডিয়া। শুক্রবার বড়দিনে নিজের ফেসবুক পেজে ছবির প্রথম ঝলক শেয়ার করেছেন দেব।
সেখানে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের সকলের খুব ভালো লাগবে।’
অ্যাকশন ভিত্তিক এই চলচ্চিত্রটিতে দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নবাগত জাহারা মিতু। এছাড়া কলকাতার বেশকিছু শিল্পীও কাজ করছেন ছবিটিতে। আরও আছেন বাংলাদেশের মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু এবং শিবা শানুসহ আরও অনেকে।