দৌলতপুরে ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ১২ ইটভাটা মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে জরিমানা করেন।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযান চলাকালে ওইসব ইটভাটাকে ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অনুমোদনহীন ইটভাটাগুলোর উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফরুজ্জামানসহ র‌্যাব সদস্য ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার একই ভ্রাম্যমাণ আদালত দৌলতপুরের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *