অনলাইন ডেস্ক : বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতো দেখতে ইরানি যুবক রেজা পারাস্তেশ। আর সেই চেহারাকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ২৩ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ, দেখতে মেসির মতো হওয়ায় রেজার বাবা তাকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি কিনে দিয়েছিলেন। কাতালানদের হয়ে ওই জার্সি পরে মাঠে নামেন মেসি। এরপর তার জার্সি পরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাতারাতি পরিচিতি পান রেজা। মোসির মতোই নিজের চুল ও দাড়ি ছাঁটাও শুরু করেন তিনি। আর এরই সূত্র ধরে রেজা ২৩ নারীকে প্রতারণা ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।যদিও নিজের ওপর উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন রেজা। ইনস্টাগ্রামে ৭ লাখ ফলোয়ারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ”২৩ নারীকে ফাঁদে ফেলে ধর্ষণের যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দয়া করে আপনারা মানুষের খ্যাতি ও বিশ্বাসযোগ্যতা নিয়ে খেলা করবেন না। এই খবর যদি সত্য হতো তাহলে আমি জেলে থাকতাম। আমি চাই, পুলিশ এই মিথ্যা সংবাদের উৎস খুঁজে বের করবে এবং প্রকাশ্যে তা জানাবে।”