
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ২দিন ব্যাপী জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়নদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। সোমবার সন্ধায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদর উপজেলা চত্বরে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, এ ডিএম আজাদ জাহান। এসময় কুষ্টিয়ার ছয় উজেলার নির্বাহী অফিসারসহ কুমারখালীর উপজেলা চেয়ারম্যান মান্নান খান, কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুন ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো ক্রীড়া প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন।