পর্যটকদের রঙিন বসন্ত উপহার দিতে প্রস্তুত ‘কাশ্মীর’

অনলাইন ডেস্ক :

 

কঠিন মোকাবেলা করে জম্মু ও কাশ্মীর সরকার একটি রঙিন বসন্ত উপভোগ করতে পর্যটন মৌসুম প্রস্তুত করছেন।

 

ইতোমধ্যে মধ্যে বেশ কিছু পর্যটক বসন্ত মৌসুম উপভোগ করছেন। জয়পুরের এক পর্যটক বলেছেন, ‘তিনি শিকারায় চড়ার সময় মনোরম আবহাওয়া এবং সুন্দর প্রকৃতি উপভোগ করছেন।’

পর্যটন পরিচালক গুলাম নবি ইতু বলেন, ‘আসন্ন পর্যটন মৌসুমের জন্য উৎসব আয়োজন হাতে নেওয়া হয়েছে। আমরা পর্যটকদের স্থানীয় ঐতিহ্য এবং রীতিনীতি অনুভব করার ব্যবস্থা করেছি। সম্প্রতি জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ পুনে, কলকাতা, বেঙ্গালুরু, জয়পুরসহ দেশের বিভিন্ন রাজ্যে রোড-শো করেছে।’

 

শিকারা অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালি মোহাম্মদ বলেছেন, ‘তারা আশাবাদী যে বিপুল সংখ্যক মানুষ ছুটি কাটাতে রাজ্যে আসবেন এবং ডাল হ্রদের সৌন্দর্য উপভোগ করবেন।’

 

ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটর হাফিজ শাল বলেছেন, বেশ কয়েকটি হোটেল খোলা হয়েছে এবং তারা সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।

সূত্র: এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *