অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৮৯ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে ছয় মাসের মধ্যে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। গত বছরের ২০ সেপ্টেম্বর দেশটিতে ৯২ হাজার ৬০৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জন। খবর এনডিটিভির।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৪ জন। যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর আগে, গত বছরের ২১ অক্টোবর ৭১৭ জনের মৃত্যু হয়েছিল। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ১১০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের ধাক্কায় ক্রমেই নাজেহাল হয়ে যাচ্ছে ভারতের পরিস্থিতি। গত বছর সেপ্টেম্বরে দৈনিক সংক্রমণ যেমন শিখরে পৌঁছেছিল, এবার সে রকম পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতে। এ নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য প্রশাসনের। এজন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে।