কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ১৬ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৮৩ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১৯ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৭৮টি (এর মধ্যে ৩১টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৪৪ টি, মেহেরপুর জেলার ১৪টি, চুয়াডাঙ্গা জেলার ৩১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪৬টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৬টি, মেহেরপুর জেলার ০১ টি, চুয়াডাঙ্গা জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ০৭ টি এবং বিদেশ গমণ ইচ্ছুক ব্যক্তিদের ০১ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ১৬জন ব্যক্তির মধ্যে ১৩ জন সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার, ০১ জন দৌলতপুর উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১৩ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০১ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) আমলাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ভাদালিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) সাদ্দামবাজার , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) পশ্চিম মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) পুলিশ লাইন্স, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) চড়াইকোল, নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ০১ জনের ঠিকানাঃ
১)শিটলাইপাড়া, দৌলতপুর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৬ জনের ঠিকানাঃ
১) বামনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
আজ কুষ্টিয়া জেলায় মৃত্যুবরণকারী ০২ জন ব্যক্তির মধ্যে ০১ জন ব্যক্তির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় এবং ০১ জন ব্যক্তির বাড়ি ভেড়ামারা উপজেলায়।
১) কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
২) মসলেমপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৪৮৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,১০৪জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০২ জন।