করোনাভাইরাসে এবার আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : চীনের পর প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৪৫ জনে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১১ জন।
এদিকে, স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভোর শরীরেও পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সরকার।

এর আগেও ক্যালভোর করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবারের ফলাফল করোনা পজেটিভ এসেছে। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *