অনলাইন ডেস্ক :
ভারতে একদিনে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তিনদিনেই দেশটিতে করোনা সংক্রমণ পৌঁছেছে ১০ লাখের (৯.৯৪ লাখ) কাছাকাছি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আজ শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছে ২,৬০০ জন। গত চার দিন ধরেই ভারতে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০০ এর বেশি।
সারা বিশ্বে করোনা সংক্রমণের ৩৭ শতাংশই এখন ভারতে। একসময় করোনা সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভারতের চেয়ে অনেক কম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৬২ হাজার ৬৪২ জন এবং ব্রাজিলে ৭৯ হাজার ৭১৯ জন।