ভারতের মহারাষ্ট্রে মদ না পেয়ে স্যানিটাইজার পান, মৃত্যু ৭ জনের

অনলাইন ডেস্ক :

 

ভারতের মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন চলছে। এসময় মদ কিনতে না পেরে হ্যান্ড স্যানিটাইজার পান করে সাতজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

 

ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছর অন্ধ্রপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *