অনলাইন ডেস্ক : আমেরিকায় থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখ ছুঁইছুঁই।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মৃত্যু ও আক্রান্তে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯ লাখ ৯২ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ১৯ হাজার ৭০০ জন।
সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় ৭১ লাখ ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ। বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।
করোনা সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রায় ৫১ লাখ মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫শ’র বেশি মানুষ।
এদিকে শীত মৌসুম আসতেই ইউরোপসহ উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে।
এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৩ কোটি ৭৭ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৪শ’র বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার জন।