নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সরকারি দল হিসেবে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেকটা নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রেখে ভোট করার জন্য। যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যে দলেরই হোক না কেন।

 

৩ জানুয়ারি, বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করার সময় এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ।

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চেয়ে হানিফ বলেন, উৎসবমুখর পরিবেশে সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং আগামী ৭ জানুয়ারি সর্বস্তরের ভোটার শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানে অংশ নেবে বলে আমরা প্রত্যাশা করি।

 

উল্লেখ্য, সারাদেশের মতোই কুষ্টিয়াতেও উৎসবমুখর পরিবেশে শেষ মূহুর্তের নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *