
খাদ্য বিভাগের কর্মকর্তা ও চাউলকল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় । খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুস্থ্য জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে এক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার উদাত্ত আহবান জানান তিনি।
তিনি আজ রবিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে খাদ্য বিভাগের কর্মকর্তা ও চাউলকল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব ওমর ফারুক, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আলীম মোল্লা, খুলনা আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এসএম মহাসীন, বাংলাদেশ হাস্কিং ও অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন মিল মালিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।