ব্যাংকের লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ তথা ‘লকডাউন’ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে।

 

 

 

 

 

রবিবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

লেনদেন পরবর্তী অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ২৩ মে পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *