কুষ্টিয়ায় নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

 

 

 

কুষ্টিয়ায় নতুন করে ১৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৮০৫ দাঁড়ালো ।

 

 

 

 

 

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ২৩ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২ টি (কুষ্টিয়া জেলার ১৪৯টি, ঝিনাইদহ জেলার ৬৯টি, মেহেরপুর জেলার ২৪টি, চুয়াডাঙ্গা জেলার ৩১টি, ঝিনাইদহ জেলার ৬৯টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৯ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ১০ টি কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ১৭ টি, চুয়াডাঙ্গা জেলার ০৩টি, ঝিনাইদহ জেলার ০৩টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ১৭ জন ব্যক্তির মধ্যে ১৩ জন সদর উপজেলার এবং ০৪ জন কুমারখালী উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১৩জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) সদর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) সদর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) পূর্বমজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) পূর্বমজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) পূর্বমজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) উদিবাড়ি, জগতি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) খোদাদাদ খান রোড, থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) পিটিআই রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) পিটিআই রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৪ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) পান্টি, কুমারখালী, কুষ্টিয়া।
২) এলঙ্গি, কুমারখালী, কুষ্টিয়া।
৩) সেরকান্দি,কুমারখালী, কুষ্টিয়া।
৪) বাটিকামারা, সদকি, কুমারখালী, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৮০৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,৫৭৫ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৯ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *