অনলাইন ডেস্ক : নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার এইচআইভি বিজ্ঞানী গীতা রামজী মারা গেছেন। ওই বিজ্ঞানী প্রতিষেধক আবিষ্কার এবং এইচআইভি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গেছে, সেরা নারী বিজ্ঞানীর খেতাব পাওয়া গীতা রামজি দক্ষিণ আফ্রিকান মেডিকেল রিসার্চ কাউন্সিলের সঙ্গে জড়িত ছিলেন। এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কোনও রোগে ভুগছিলেন না। ৬৪ বছর বয়সী ওই বিজ্ঞানীর করোনাভাইরাসের কোনো উপসর্গও দেখা যায়নি। তা সত্ত্বেও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা পর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার। চিকিৎসার বিশেষ সুযোগ দেননি তিনি। আর তাই নিয়েই আক্ষেপ করছেন দক্ষিণ আফ্রিকান মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট গ্লেনডা গ্রে।
এক বিবৃতি দিয়ে গ্লেনডা গ্রে জানিয়েছেন, অধ্যাপক গীতা রামজি কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। বুধবার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত