
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদরে কাছ থেকে মোবাইল ও সিমকার্ড উদ্ধার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে র্যাব মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, খলিল শেখ(২১), শওকত মাতুব্বর(২২) এবং মারুফ হাওলাদার(২০)। এদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোনসহ ১০টি সিমকার্ড জব্দ করা হয়।
ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এ অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।