চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে লকডাউনের প্রথম দিনেই ১৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১ জনের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত চলমান বিধি-নিষেধ না মানায় ১৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও জীবননগর তরফদার নিউ মার্কেটে অবস্থিত রাফা গার্মেন্টসের মালিক উজ্জল হোসেনের দোকান খোলা থাকায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রসঙ্গত, জীবননগর উপজেলায় বুধবার সকাল থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।