ইবি প্রতিনিধি :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন অফিসের চালক গোলাম সরওয়ার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত পৌনে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে সোমবার এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুর আগে তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার ভোররাতে তাকে ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
তার মৃত্যুতে এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া অপর পৃথক পৃথক শোকবার্তায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।