ঝিনাইদহে করোনা শনাক্ত আরও ২৩০ জনের, মৃত্যু ৪

ঝিনাইদহ প্রতিনিধি :

 

 

 

 

 

 

ভারত সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহে আবারও বেড়েছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলার ৬টি উপজেলায় ২৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

 

 

 

 

 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯১টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ২৩০ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২০ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন।

 

 

 

 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৩ জন। সরকারি হিসাবে এ জেলায় মোট মৃত্যু হয়েছে ১০৮ জনের। জেলার ৬টি উপজেলা মধ্যে সদরে ৭২, শৈলকূপায় ১৩, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৩, হরিনাকুণ্ডুতে ৫ ও মহেশপুরে ৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *