কয়েক মিনিটের ব্যবধানে দুবার করোনার টিকা গ্রহণ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার খোকসায় টিকাদান কেন্দ্রে এক ব্যক্তিকে ১০ মিনিটের ব্যবধানে দুই বার টিকা দেওয়ার ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদানকেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাশারুজ্জামান (৩৮) বৃহস্পতিবার দুপুরে টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এসময় কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এর কিছুক্ষণ পরেই তাকে পুনরায় ডেকে আবার টিকা দেওয়া হয়।

 

টিকা গ্রহণকারী বাশারুজ্জামান বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকাকেন্দ্রে আসছি। নার্স বললেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার লাইনে দাঁড়িয়েছি নার্স আবার টিকা দিছে। পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম এইতা (টিকা) দুটো করে কি না। তখন ম্যাডাম বলেন, দুইটা হবে কেন?’

 

কর্তব্যরত নার্স বলেন, এটা একটা ভুল। তিনি একবার টিকা নিয়েছেন অথচ আমাকে বলেননি।

 

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান বলেন, এজন্য টিকা গ্রহণকারী ব্যক্তিই দায়ী। তিনি কেন বলেননি যে, তাকে টিকা দেওয়া হয়েছে। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *