অনলাইন ডেস্ক :
পর্দা নামল ইউরোর। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবারপেনাল্টি শুট-আউটে ইংল্যান্ডকে ২-৩ গোলে হারিয়ে ইউরো কাপের শিরোপা নিজেদের করে নিলো ইতালি। দ্বিতীয়বার তারা পেলে ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট। এজন্য ৩৪ মিলিয়ন ইউরো পুরস্কার পেয়েছে ইতালি। বাংলাদেশি টাকায় যায় ৩০৪ কোটি ছাড়িয়ে।
ইংল্যান্ড রানার্সআপ হওয়ায় ৩০.২৫ মিলিয়ন ইউরো পেয়েছে। বাংলাদেশি টাকায় যা ২৭১ কোটি ছাড়িয়ে। তৃতীয় হওয়া স্পেন পেয়েছে ২২.৫ মিলিয়ন ইউরো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি দল ৯.২৫ মিলিয়ন ইউরো পেয়েছে। এছাড়া গ্রুপ পর্ব পেরিয়ে যারা পরবর্তী রাউন্ডগুলো খেলেছেন তাদের জন্যও ছিল বিশাল অর্থ পুরস্কার। ডেনমার্ক ২১ মিলিয়ন, বেলজিয়াম ১৯ মিলিয়ন, সুইজারল্যান্ড ও চেক রিপাবলিক ১৬.৭৫ মিলিয়ন ইউরো পুরস্কার জিতেছে।