
মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ সোহরাব হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করে। আটককৃত সোহরাব হোসেন মুন্সিগঞ্জ জেলার মাওয় বিক্রমপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও গাংনী উপজেলার রামনগর গ্রামের সাজিপাড়ার মৃত ফজলুল হকের জামাতা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুরের উপজেলার হাড়াভাঙ্গা সাজীপাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ সোহরাব হোসেনকে আটক করে। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। সোহরাব হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৫টি মাদক মামলা রয়েছে।












