শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


এবিএস রনি, যশোর প্রতিনিধি : “নিজের আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার। ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই স্লোগানে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে শার্শা উপজেলা চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


উক্ত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর ৮৫-১ শার্শা’র সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
এসময় মশক নির্মূল, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের উপায় শীর্ষক আলোচনা করা হয়। 


উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মৌসুমী জেরিন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ শার্শা উপজেলার সকল অফিসার ও সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *