কুষ্টিয়ায় মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। তিনি বলেন, কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা দেশে বিদেশে সুনামের সাথে ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকর্মীরা বলিষ্ঠ ভূমিকা রাখছে। গণমাধ্যম গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছে। তিনি আরও বলেন, মানবকল্যাণে সমাজের দর্পন হিসাবে গণমাধ্যমকে সাধারণ মানুষ দেখতে চায়।

 

মোহনা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশতথ্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল বারী, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী। বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তাসরিক সঞ্চয়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু।

 

এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক এহেতেশাম রেজা সকল অতিথিদের নিয়ে কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *