নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সরদার মুসতানজীদ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সরদার মো. মুসতানজীদ পারিবারিক কারনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

 

২৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তিনি কেটলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 

সংবাদ সম্মেলনে ডাক্তার মুসতানজীদ বলেন, গত ১৯ তারিখে তার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। ওই ভাই তার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। সেই কারনে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন। তবে তিনি অন্য কোন প্রার্থীর পক্ষ নেবার ঘোষণা দেননি।

 

এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *