অদ্য ০৯ জুলাই ২০১৯ তারিখ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি এবং সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম কর্তৃক সীমান্তবর্তী কুতুবপুর হাই স্কুল এন্ড কলেজ, ধলা মাধ্যমিক বিদ্যালয়, রাধাগোবিন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেতুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, প্রাগপুর উচ্চ বিদ্যালয়, বিলগাথুয়া উচ্চ বিদ্যালয়, ছাইডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ভাগজোত নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় স্কুল সমূহে ফুটবল, ভলিবল, ভলিবলের নেট ও ক্রিকেট ব্যাট প্রদান করা হয়।
খেলাধুলা সামগ্রী প্রদানের ফলে উল্লেখিত স্কুল/কলেজ সমূহের ছাত্র/ছাত্রী এবং এলাকাবাসীর মধ্যে গভীর সন্তুষ্টি ও প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়।