রাজবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটো চালক আহত

রাজবাড়ী প্রতিনিধি :

 

রাজবাড়ী সদর উপজেলা এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. টুটুল (২৮) নামের এক অটো চালক আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।২৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার মুলঘর ইউনিয়নের বাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত অটোচালক মো. টুটুল ফরিদপুরের মধুখালি উপজেলার গুনদারদিয়া এলাকার মো. ইকরামের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী ফরিদপুর জেলার মধুখালী থেকে অটো চালক টুটুলকে ভাড়া করে নিয়ে রাজবাড়ী জেলার মূলঘর ইউনিয়নের বাগিয়া এলাকায় আসার পর অটোর চাবি চাওয়া হলে অটো চালক টুটুল চাবি দিতে না চাইলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তৎক্ষণাৎ চিৎকারের আওয়াজ শুনে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

 

আহত অটো চালক টুটুলকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড হয়েছে।

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, অটো চালক টুটুল কে ছিনতাইকারী ছুড়িকাঘাত করে পালিয়ে গেছে। তবে অটো আমাদের হেফাজতে আছে। চালক এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। আমরা ঘটনা স্থলে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *