
কুমারখালী (কুষ্টিয়া): ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সামিউল আলম এর কার্যালয়ে আব্দুল মান্নান খান (বর্তমান চেয়ারম্যান), মোঃ গোলাম জিলানী নজরে পিটার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন চেয়ারম্যান পদে এবং ভাইস-চেয়ারম্যান (পুরুষ) আব্দুস সালাম (সাবেক ছাত্রলীগ নেতা), টিপু সুলতান (শিক্ষক), আমিরুল ইসলাম তুষার (সাবেক ছাত্রলীগ নেতা), সাইদুর রহমান লালু (সাবেক যুবলীগ নেতা) ও আলতাফ মাহমুদ (উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক), এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এ্যাড: মৌসুমী আক্তার, সবুরা খাতুন (সাবেক ভাইস চেয়ারম্যান), ফাতেমা খাতুন (শিক্ষিকা) ও মেরিনা আক্তার মিনা (গৃহিনী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমাদানকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের পদচারণায় উপজেলা পরিষদ মুখোরিত হয়ে ওঠে। নির্বাচনের দিন পর্যন্ত কে কে ভোট যুদ্ধের মাঠে থাকছেন এটাই দেখার অপেক্ষায় ভোটাররা।