গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৪৭, মৃতের সংখ্যা বেড়ে ২৩৩৫৭

অনলাইন ডেস্ক :

 

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৫৭ জনে উন্নীত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৫৯ হাজার ৪১০ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

এ ছাড়াও মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৭ জন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।’

 

অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল।হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে জাতিসংঘের মতে, প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *