

অনলাইন ডেস্ক :
এ ছাড়াও মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৭ জন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছে।’
অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল।হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘের মতে, প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।