

নিউজ ডেস্ক :
ব্রিটিশ এই প্রযোজক বলেন, ‘পুরো এই সিনেমাটি নির্মিত হচ্ছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে।
বাংলাদেশি নির্মাতা আবুল আজাদ কালাম বলেন, ‘দেশের বাইরে খেলা নিয়ে যে ধরনের সিনেমা হয়, এটাও ঠিক তেমনি। লন্ডনে কিছু অংশের শুটিং হয়েছে, এখন দেশে হলো। আজ রাতেই এই টিম চলে যাবে ইংল্যান্ডে। কিছুদিন পর আবারও দেশে আরও বেশ বড় একটা অংশের শুটিং হবে। সেই অংশে বাংলাদেশি অনেক নামী অভিনেতাদের দেখা যাবে।
মুভি ম্যাড ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে। এতে ইফতি ছাড়া আরও সাপোর্টিং চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মোজাহিদ হোসাইন, রাজু দাস, হিমু, ফয়সাল খান রিপন, অর্নব ত্রিপুরা, মোহাম্মদ বাবু প্রমুখ।