বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। নারীকেন্দ্রীক এই ছবি দুটি মাহির চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করে। একই সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সফল ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। এবার ‘অগ্নি’ ছবির সিকুয়্যাল ‘অগ্নি-৩’ নির্মাণের ঘোষণা দিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।
গতকাল বুধবার আজিজ তার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে ‘অগ্নি-৩’ ছবির ঘোষণা দিয়ে লিখেন- ‘আপনারা জানেন, জাজের অগ্নি-৩ করার পরিকল্পনা অনেক দিনের। এর আগে, বাংলাদেশে একবার, কলকাতায় একবার ও মুম্বাইয়ে একবার, মোট তিনবার সম্পুর্ণ স্ক্রিপ্ট করেছি। কিন্তু কোনটাই মনমতো হচ্ছিল না। অগ্নি-৩ অবশ্যই গল্পে, গানে, একশনে, মেকিং এ অগ্নি ও অগ্নি-২ থেকে উপরে থাকতে হবে। এবার অগ্নি-৩ এর জন্য খুব সুন্দর গল্প পেয়েছি। যার মুল ভাবনা আমার। সংলাপ ও চিত্রনাট্য লিখছে ৩ জন লেখক। শিগ্রই বিস্তারিত জানানো হবে।
তবে এবারের কিস্তিতেও নায়িকা হিসেবে মাহি থাকছেন কিনা বা কে কে অভিনয় করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনও জবাব দেননি এই প্রযোজক। জানা গেছে, ‘অগ্নি-৩’ পরিচালনা করবেন নির্মাতা রায়হান রাফী।
উল্লেখ্য, ‘অগ্নি’ ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ আর ‘অগ্নি-২’ তে ছিলেন কলকাতার ওম।